মহুয়া মৈত্রর দলে গুরুত্ব বাড়ল

0 0
Read Time:3 Minute, 16 Second

নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসে আরও গুরুত্ব বাড়ল বিতর্কিত সাংসদ মহুয়া মৈত্রের। বিজেপি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তৃণমূল নেতৃত্ব ধীরে ধীরে এই বিষয়ে সরব হয়েছেন। সাংসদের পাশে থাকার বার্তা দিয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দলেও মহুয়া মৈত্রর পদোন্নতি হল।

তাহলে কি তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে জোর প্রচারে নামতে চলেছে? সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার চর্চা চলছে কৃষ্ণনগরের সাংসদকে। সেই অবস্থান কি তৃণমূল সংসদের ভিতরে বাইরে বিজেপি বিরোধী প্রচারে নামতে চাইছে? দলে মধ্যে মহুয়া মৈত্রর পদ ও সম্মান কেন বাড়ালো তৃণমূল?

কতটা সম্মান বাড়ানো হল দলে? কতটা বাড়ল মহুয়া মৈত্রের দায়িত্ব? তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে। লোকসভা ভোটের আগে বড় দায়িত্ব পেলেন মহুয়া। তাহলে কি দল তাঁকে গুরুত্ব দিচ্ছে? এই পদ দিয়ে দল বোঝাতে চাইছে, মহুয়ার সঙ্গেই দল আছে?

এথিক্স কমিটির পক্ষ থেকে মহুয়ার সাংসদ পদ খারিজের কথ বলা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিও তদন্ত করার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসে সংসদ ভবনে শীতকালীন অধিবেশন বসবে। সেই অধিবেশনেই মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের প্রসঙ্গ উঠবে। এমনই খবর পাওয়া যাচ্ছে।
এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কি নতুন আন্দোলনে যাচ্ছে? শীতকালীন অধিবেশনে মহুয়া ইস্যুতে তৃণমূল সাংসদরা প্রতিবাদ শুরু করবেন? বিজেপি সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানাবেন নেতৃত্ব? না হলে কেন মহুয়া মৈত্রর পদোন্নতি করল তৃণমূল?

দুর্নীতি ইস্যুতে তৃণমূল এখন রাজ্যে জেরবার। টাকা নিয়ে মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করেছেন। এমন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রথম দিকে তৃণমূল মহুয়া সম্পর্কে কোনও কথা বলছিল না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কোনও কথা এখনও বলেননি।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন। এরপরই অন্যান্য তৃণমূল নেতৃত্ব মহুয়ার পক্ষে মুখ খুলছেন। এবার মহুয়াকে দলে পদও দেওয়া হল। তাহলে কি এবার পুরষ্কৃত হলেন সাংসদ?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!