গেইলের রেকর্ড ভাঙলেন রোহিত

0 0
Read Time:2 Minute, 20 Second

নিউজ ডেস্কঃ বিশ্বকাপ সেমিফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া ভারতের আর কোনও ব্যাটারের শতরান নেই।গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাদার সেই কীর্তি হিটম্যান স্পর্শ করতে পারলেন না।

টস জিতে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন রোহিত শর্মা। তবে তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়়া করলেন। টিম সাউদির বলে প্যাভিলিয়নে ফিরলেন,২৯ বলে ৪৭ রান করে।

শুধু তাই নয়, ইউনিভার্স বস ক্রিস গেইলের একটি রেকর্ড আজ ভেঙে দিলেন হিটম্যান। এতদিন পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি ছিল গেইলের দখলে। সেই রেকর্ড ছিনিয়ে নিলেন রোহিত। তৃতীয় ওভারে বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে ছক্কার হাফ সেঞ্চুরিও হয়ে গেল রোহিতের।

ক্রিস গেইল বিশ্বকাপে ৩৪ ইনিংসে ৪৯টি ছক্কা মেরেছিলেন। রোহিত সেই রেকর্ড ভেঙে দিলেন বিশ্বকাপে ২৭তম ইনিংস খেলতে নেমেই। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপে ২৩ ইনিংসে ৪৭টি ছয় মেরেছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী এবি ডি ভিলিয়ার্স ২২ ইনিংসে ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ২৭ ইনিংসে বিশ্বকাপে ৩৭টি করে ছক্কা হাঁকিয়েছেন।
ভারতীয়দের মধ্যে তালিকায় রোহিতের পর রয়েছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বিশ্বকাপে ৪৪টি ইনিংসে ২৭টি ছক্কা মেরেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ২১ ইনিংসে ২৫টি, বীরেন্দ্র শেহওয়াগ ২২ ইনিংসে ১৮টি, শ্রেয়স আইয়ার ৯ ইনিংসে ১৬টি, মহেন্দ্র সিং ধোনি ২৫ ইনিংসে ১৫টি ছয় মেরেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!