এইসব কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি

0 0
Read Time:2 Minute, 46 Second

নিউজ ডেস্কঃ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের প্রাক সংশোধিত বেতন স্কেল অনুসারে বেতন পাওয়া কর্মীদের জন্য সুখবর দিয়েছে। সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টার প্রাইজে কর্মরত সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। বর্ধিত ডিএ ২০২৩-এর ১ জুলাই থেকে কার্যকর করা হবে।সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টার প্রাইজে কর্মরতরা দীর্ঘদিন সরকারের ঘোষণার অপেক্ষায় ছিলেন। কেন্দ্র-সহ বেশ কয়েকটি রাজ্য সরকার দীপাবলির আগে কর্মীদের মহার্ঘভাতা বাড়িয়েছে। এই মহার্ঘভাতা হবে মূল বেতনের ২৩০ শতাংশ।

অর্থমন্ত্রকের পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ ১৬ নভেম্বর মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আদেশে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের গ্রেড পে অনুযায়ী বেতন পাওয়া কর্মীরা এর সুবিধা পাবেন। তাঁদের ডিএ হবে মূল বেতনের ২৩০ শতাংশ। এতদিন পর্যন্ত তারা ২২১ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন।

সরকারি এই সিদ্ধান্ত তাঁদের জন্য কার্যকর হবে, যাঁরা ২০০৬ সালের পয়লা জানুয়ারি থেকে ২০০৮ সালের ১৪ অক্টোবরের মধ্যে জারি হওয়া সরকারি আদেশে বেতন সংশোধিত হয়েছিল।
সাধারণভাবে মহার্ঘভাতা দেওয়া হয় কর্মীদের মূল বেতনের ভিত্তিতে। সরকারি এই ঘোষণায় যেসব কর্মীর মূল বেতন ৪০ হাজার টাকা, তাদের বেতন প্রায় সাত হাজার টাকা বৃদ্ধি পাবে। সরকারি এই ঘোষণায় পেনশনপ্রাপ্ত কর্মীরাও উপকৃত হবেন।

উল্লেখ করা প্রয়োজন দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এর ফলে ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে হয় ৪৬ শতাংশ। তার পরবর্তী সময়ে অনেক রাজ্য ও কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করে। তারপর থেকে অপেক্ষায় ছিলেন ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন ও পেনশন পাওয়া কর্মীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!