ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? 

0 0
Read Time:3 Minute, 56 Second

নিউজ ডেস্কঃ কাল তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে শেষ বলে জয় ছিনিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মেন ইন ব্লু।

প্রথম টি ২০ আন্তর্জাতিক ভালোভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক বৃষ্টিতে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

কেরলের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব বিনোদ কুমার আশাবাদী পুরো ম্যাচ হওয়ার ব্যাপারে। তাঁর দাবি, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগে যদি এক ঘণ্টাও বৃষ্টি হয়, তবুও ২০ ওভারের ম্যাচ আয়োজনে অসুবিধা হবে না। তার কারণ গ্রিনফিল্ড স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। তবে ম্যাচের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা।

টি ২০ ম্যাচে প্রচুর রান ওঠার আশায় মাঠ ভরান ক্রিকেটপ্রেমীরা। কালকের ম্যাচের বাইজ গজ ব্যাটারদের পক্ষে সহায়ক বলেই দাবি করেছেন কুমার। তবে আকাশ মেঘলা থাকলে বোলাররাও পিচ থেকে ফায়দা আদায় করতে পারবেন বলে আশাবাদী তিনি। কয়েক দিন টানা বৃষ্টি চলায় টিকিট বিক্রি সেভাবে হচ্ছিল না। তবে দু-দিন রোদের দেখা মেলায় বেড়েছে টিকিট বিক্রি।
ভারত প্রথম ম্যাচ জিতে তিরুবনন্তপুরমে পা রাখায় মাঠ ভরার বিষয়ে আত্মবিশ্বাসী কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে এই সিরিজে কেরলের অধিনায়ক সঞ্জু স্যামসন ব্রাত্য থাকায় ক্রিকেটপ্রেমীরা গ্যালারি থেকে কীভাবে, কোন বার্তা দেন সেদিকেও তাকিয়ে সকলে। যদিও ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, সঞ্জু তাঁদের পরিকল্পনায় রয়েছেন।

অস্ট্রেলিয়া ৩৯ বছর পর কেরলে এই প্রথম কোনও ম্যাচ খেলবে। ১৯৮৪ সালে শেষবার এখানে ভারতের বিরুদ্ধে একটি একদিনের আন্তর্জাতিক খেলেছিল। ভারতের অধিনায়ক তখন সুনীল গাভাসকর। জয়ের জন্য ৩২ ওভারে ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে কিম হিউজের অস্ট্রেলিয়া যখন ৭.৪ ওভারে ১ উইকেটে ২৯, তখন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল খেলা।

গত সেপ্টেম্বরে এখানে শেষবার ভারত টি ২০ আন্তর্জাতিক খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৭ থেকে ২০২২ সাল অবধি ভারত গ্রিনফিল্ড স্টেডিয়ামে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। ২০১৭ সালের নভেম্বরে নিউজিল্যান্ডকে হারায় ৬ রানে। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে হারায় ভারতকে। গত বছরের ডিসেম্বরে এখানে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারায় ভারত। সেই ম্য়াচে ৩৩ বলে অপরাজিত ৫০ করেন সূর্যকুমার যাদব। লোকেশ রাহুল ৫১ রানে অপরাজিত ছিলেন। ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অর্শদীপ সিং।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!