IPL জেতানো রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নিল MI

0 0
Read Time:4 Minute, 56 Second

নিউজ ডেস্ক::এই দিনটা যে আসতে চলেছে, সেটা স্পষ্ট ছিল। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি চলে আসবে, তা অনেকেরই ধারণার বাইরে ছিল। শেষপর্যন্ত সেই অপ্রত্যাশিত জিনিসটাই হল। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন কেড়ে নিয়ে ২০২৪ সালের আইপিএলের ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। আর রোহিতের হাত থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে মুম্বইয়ের বিজ্ঞপ্তিতেই। কারণ ওই বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি যে স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে গিয়েছেন রোহিত। যে রোহিতের আমলেই আইপিএলে যাবতীয় সাফল্য পেয়েছে মুম্বই। ‘হিটম্যান’ রোহিত যখন ২০১৩ সালে দায়িত্ব নিয়েছিলেন, তখন মুম্বইয়ের ক্যাবিনেটে একটাও আইপিএল ট্রফি ছিল না। ট্রফি দিতে পারেননি সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংরাও। ফাঁকা ছিল আইপিএলের ট্রফি ক্যাবিনেট। সেখান থেকে রোহিতের নেতৃত্বে আইপিএলের সবথেকে সফল দল হয়ে উঠেছে মুম্বই। ১০টি মরশুমে পাঁচবার (২০১৩ সাল, ২০১৫ সাল, ২০১৭ সাল, ২০১৯ সাল এবং ২০২০ সাল) ট্রফি জিতিয়েছেন রোহিত। এমনকী মুম্বইয়ের বিবৃতিতে রোহিতেরও কোনও মন্তব্য রাখা হয়নি।

যদিও কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছে মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট। মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘(মুম্বইয়ের) ঐতিহ্য তৈরির অংশ হিসেবে (সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)। সেইসঙ্গে ভবিষ্যতের জন্য তৈরি রাখার যে তত্ত্বে বিশ্বাস করে মুম্বই ইন্ডিয়ান্স, সেটা পূরণের জন্য (এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।’
তিনি আরও বলেন, ‘সচিন থেকে শুরু করে হরভজন (সিং) এবং রিকি (পন্টিং) থেকে শুরু করে রোহিত – মুম্বই সবসময় দুর্দান্ত অধিনায়ককে পেয়েছে। যারা তাৎক্ষণিক সাফল্য লাভের পাশাপাশি ভবিষ্যতের জন্যও দলকে শক্তিশালী করে তোলার দিকে নজর দিয়েছে। আর সেই মতাদর্শ মেনে ২০২৪ সালের আইপিএলের জন্য নিজের কাঁধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব তুলে নেবে হার্দিক।’

সেইসঙ্গে রোহিতকেও ধন্যবাদ জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স। তাঁর নেতৃত্বেই যে আজ মুম্বই যেখানে আছে, সেখানে পৌঁছেছে, সেটাও স্বীকার করে নিয়েছেন জয়বর্ধনে। তাতে অবশ্য চিঁড়ে ভেজেনি। বরং নেটিজেনদের একাংশ রীতিমতো চটে গিয়েছেন। তাঁদের বক্তব্য, রোহিতকে অসম্মান করল মুম্বই। এক নেটিজেন বলেছেন, ‘এটা কী করল মুম্বই ইন্ডিয়ান্স? জঘন্য সিদ্ধান্ত। ওদের উপর থেকে সব ভক্তি চলে গেল।’

যদিও পুরো বিষয়টি নিয়ে রোহিত মুখ খোলেননি। কিন্তু তিনি যে নিজে থেকে অধিনায়কত্ব ছাড়েননি, তা কার্যত পরিষ্কার। কারণ একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর আছে তাঁর। সেজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে জানতে চেয়েছেন যে তাঁকে দলে রাখা হবে কিনা। সেইমতো প্রস্তুতি শুরু করবেন। আর যদি ধরা হয় যে রোহিতকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে, তাহলে তাঁকেই নিশ্চিতভাবে অধিনায়ক ঘোষণা করা হবে। আর সেই বিশ্বকাপের আগে আইপিএলে নিজের অধিনায়কত্ব ঝালিয়ে নিতে চাইতেন রোহিত। যদিও পুরো বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!