আন্তর্জাতিক নারী দিবসে দেখুন এই সিনেমাগুলি

0 0
Read Time:4 Minute, 45 Second

নিউজ ডেস্ক ::প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারীদের জন্য নানান কর্মশালা, সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। তাঁদের অধিকার নিয়ে সচেতনার কারণে নানান কর্মসূচিরও আয়োজন করা হয়ে থাকে।

আর এই বিশেষ দিনে আপনি যদি আপনার বান্ধবীদের বা বন্ধুর সঙ্গে এই সিনেমাগুলি দেখেন তাহলে নারীদের প্রতি সম্মান আরও বাড়বে। দেখুন কোন কোন সিনেমা দেখবেন।

ধক ধক

চার নারীর অনন্য রোড ট্রিপের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। এই ছবিতে অভিনয় করেছেন দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ, সঞ্জনা সাংঘি, রত্না পাঠক শাহ। চারজন নারী বাইকে করে দিল্লি থেকে তাঁদের যাত্রা শুরু করেন। লাদাখের খারদুংলা পাসে গিয়ে তাঁদের যাত্রা শেষ হয়।

লিগ্যালি ব্লন্ড

২০০১ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক,কমেডি সিনেমা। একজন যুবতী তাঁর প্রাক্তন প্রেমিককে ফিরে পেতে হার্ভার্ড ল স্কুলে ভর্তি হন। সেখানে পড়তে পড়তে তিনি তাঁর নিজের মানসিক শক্তি ও প্রখর বুদ্ধি খুঁজে পান।

বেন্ড ইট লাইক বেকহ্যাম

পরিচালক গুরিন্দর চড্ডা এই সিনেমাটির পরিচালনা করেছিলেন। এটি একটি কমেডি ও ড্রামা ভিত্তিক সিনেমা। এই ছবির গল্প গড়ে উঠেছিল একজন তরুণী ভারতীয় মহিলার ফুটবল খেলার প্রতি অনুরাগ নিয়ে। তাঁর বাবা মা কখনোই চাইতেন না তিনি ফুটবল খেলুক। তবে তিনি সে কথা না শুনে খেলায় মন দেন। পৌঁছান তাঁর লক্ষ্যে।

ফ্রোজেন

ফ্রোজেন সিনেমাটি একটি অ্যানিমেটেড ছবি। এই ছবিতে এলসা ও আনা দুই বনের মিষ্টি সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। তাঁরা দু’জন দুজনকে কতটা ভালোবাসে তাও এই ছবিতে দেখানো হয়েছে।

পিঙ্ক

পিঙ্ক সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়। ধর্ষণ! সুবিচার পাওয়ার আশায় একজন নারীর কঠিন লড়াই। ধর্ষণ প্রমাণ করতে গিয়ে নানান আপত্তিকর প্রশ্নের মুখে দাঁড়ানো। সামাজিক সমস্ত বাঁধা পেরিয়ে রুখে দাঁড়ানোর গল্প। সিনেমাটির প্রযোজনা করেছেন সুজিত সরকার। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু।

কুইন

কুইন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহল। খুব সরল, সাদাসিধে হওয়ার জন্য এক নারীর বিয়ে ভেঙে যায়। তাঁর পরিকল্পনা ছিল তিনি বিয়ের পর হনিমুনেও যাবেন। সেই সজন্য তিনি টাকাও জমিয়েছিলেন। বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি একাই ইউরোপে ঘুরতে চলে যান।

হিডেন ফিগারস

এই সিনেমাটি তিনজন মহিলা গণিতবিদদের জীবনের সত্যিকারের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। যারা মার্কিন মহাকাশ কর্মসূচির প্রথম দিকে নাসাতে গুরুত্বপূর্ণ পদে তাঁদের দায়িত্ব পালন করেছেন।

লিপস্টিক আন্ডার মাই বোরখা

লিপস্টিক আন্ডার মাই বোরখা সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব, ছবিতে অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, কঙ্কণা সেন শর্মা, অহনা কুমরা, প্লাবিতা বড়ঠাকুর, সুশান্ত সিংহ, বিক্রান্ত মাসি-সহ অন্যান্যরা। চারজন সাধারণ নারীর গল্প। তাঁরা নিজের শখ, ইচ্ছা পূরণ করার জন্য যা ইচ্ছা তাই করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!