“আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাড়তে দেব না ” – হাবড়া থেকে মমতা

0 0
Read Time:2 Minute, 29 Second

নিউজ ডেস্ক ::খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরে হাবড়া নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে মঙ্গলবার হাবড়ায় সভা করে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন। গতকালই কেন্দ্রীয় সরকার CAA লাগু করতেই ক্ষুব্ধ মমতা আজ বলেন, “কী করেছেন মতুয়াদের জন্য? ঠাকুরবাড়ির উন্নয়ন আমরা করেছি। বড় মা যতদিন বেঁচে ছিলেন তার কে দেখা শোনা করেছে? আমি করেছি। মমতা বালা ঠাকুর করেছেন। জিজ্ঞাসা করুন ওকে। অসুস্থ হলেই বেলভিউতে ভর্তি করতাম। মতুয়াদের নামে কলেজ, বিশ্ববিদ্যালয়, সবটাই করব আমরা। তোমরা ভেব না আমরা গাছের আমড়া-আমড়া। আমরা নাগরিক। আমাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না”। এর পরেই আরো এক পা এগিয়ে তিনি বলেন,”আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাড়তে দেব না।” আজকের সভায় প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উপস্থিত হয়েছিলেন।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় NRC ও CAA নিয়ে একটি বই আগেই লিখেছোলেন। তিনি সভায় বলেন, ‘আমি বই লিখেছিলাম নাগরিকত্বের আতঙ্ক। বইটা পারলে কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তাঁরা পড়ে দেখবেন আইনটা কত ভয়ঙ্কর।’ এর পরেই তিনি আরো সুর চড়িয়ে বলেন, ‘আমরা বাংলায় থাকতে ডিটেনশান ক্যাম্প করতে দেব না। কোনও এনআরসি করতে দেব না। কোনও বঞ্চনা-লাঞ্চনা করতে দেব না। এর জন্য আমার যদি জীবন যায় আমি জীবন দেব। বাংলার মানুষের অধিকার কাড়তে দেব না।আমি সব রাজ্যকে বলব আপনারা তৈরি হন।’ তিনি আরো বলেন, ‘ভোটে জিততে ভাঁওতা দিচ্ছে। মতুয়া ভাইবোনদের বলছি, এই আইন ২০১৯ সালে পাশ হয়েছে। এতদিন কার্যকর কেন করেনি? এখন নির্বাচনের আগে মানুষ অধিকার পায়। খবরদার এই পথে যাবেন না।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!