মোদীকে নিশানা রাহুলের

0 0
Read Time:2 Minute, 38 Second

নিউজ ডেস্ক ::দ্বিতীয় দফার ভোটের আগে প্রধআনমন্ত্রী মোদীকে ফের একবার আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তিনি আক্রমণের বিষয় হিসেবে বেছে নিয়েছেন ধনীদের ঋণ মকুবকে। এনিয়ে রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর কোটিপতি বন্ধুদের ষোলো লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছেন।

সেই টাকা দিয়ে কী করা যেত তারও বর্ণনা দিয়েছেন রাহুল গান্ধী। গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী মোদী বিভাজনমূলক ভাষণ দিচ্ছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস। এমন কী মা-বোনেদের মঙ্গল সূত্রের কথাও প্রচারে তুলেছেন প্রধানমন্ত্রী। যার পাল্টা হিসেবে একদিকে যেমন প্রিয়ঙ্কা গান্ধী মঙ্গলসূত্র আক্রমণ ফিরিয়েছেন, অন্যদিকে রাহুল গান্ধী কোটি পতি ব্যবসায়ীদের ঋণ মকুবের কথাও তুলে ধরেছেন।

রাহুল গান্ধী বলেছেন, মকুব করা টাকায় ষোলো কোটি যুবক বছরে এক লাখ টাকার চাকরি পেতে পারতেন।

ষোলো কোটি মহিলাকে বছরে এক লক্ষ টাকা করে দিলে তাঁদের পরিবার বদলে যেত।

দশ কোটি কৃষক পরিবারের ঋণ মকুব করলে দেশে অগণিত আত্মহত্যা রোধ করা যেত।

সারা দেশে ২০ বছরের জন্য চারশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া যেত।

ভারতীয় সেনাবাহিনীর পুরো খরচ তিন বছরের জন্য বহন করা যেতে পারত।

দলিত, আদিবাসী ও অনগ্রসর সমাজের প্রতিটি যুবক স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পেতে পারত।

মকুব করা টাকা ভারতবাসীর ওষুধের খরচ হয়ে উঠতে পারত, কিন্তু সেই টাকাই আদানিদের জন্য খরচ করা হয়েছে।

তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকে এই অপরাধের জন্য দেশ কখনও ক্ষমা করবে না।

রাহুল গান্ধী দাবি করেছেন, পরিস্থিতি বদলাচ্ছে। প্রতিটি ভারতীয়র উন্নতির জন্য কংগ্রেস সরকার গঠন করবে বলেও দাবি করেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!