মানিকচকের প্রত্যন্ত এলাকায় চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির
রাহুল মন্ডল,মালদা – প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা মানিকচকের প্রত্যন্ত গ্রামে,গ্রামে পৌঁছে দিতে লাগাতার স্বাস্থ্য শিবির ব্লক স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে। গত কয়েক দিন ধরে মানিকচক বিভিন্ন গ্রামে হয়ে আসছে এই ধরনের শিবির। সেই মত শুক্রবার মানিকচকের ভুতনি থানার উত্তরচন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ে মাতৃ ও শিশুর এবং সাধারণ রোগের প্রাথমিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিচালনায় ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের প্রচেষ্টায়। এই শিবিরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেম নারায়ন ঝা
ছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক চিকিৎসার জন্য আরো ২জন চিকিৎসক ,বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। চিকিৎসা শেষে বিভিন্ন রোগের ঔষধ বিতরণ করা হয় ।
এদিন এই সরকারি স্বাস্থ্য শিবিরে কয়েকশো গর্ভবতী মা, নবজাতক শিশু এবং সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা করা হয়। শিবির সম্পর্কে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেম নারায়ন ঝা জানায় মানিকচক ব্লকের বিভিন্ন গ্রামে আমরা ঘনঘন স্বাস্থ্য শিবির করছি। পাশাপাশি মশা বাহিত রোগ থেকে মানুষজন কে সচেতন করা হয়ছে। গোপালপুর ,নুরপুর, এনায়েতপুর,নাজিরপুর সহ ভুতনি চরের বিভিন্ন গ্রামে স্বাস্থ্য শিবির করা হয়ছে। আজ ভুতনির উত্তরচন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়েও একি রকম ভাবে শিবির করা হয়। আমারা মানিকচক গ্রামীণ হাসপাতালের তরফ থেকে মাঝে মাঝে প্রত্যন্ত গ্রামে মা ও শিশুর কথা মাথায় রেখে এই ধরেণ বিশেষ মাতৃ শিশু শিবির করা হয়। শিবিরের ফলে গত এক বছরে গর্ভবতী মায়ের মৃত্যুর সংখ্যা শূণ্য হয়ে গিয়েছে।