পড়ুয়াদের উদ্ভাবনী শক্তিতে আরও শান দিতে কর্মশালার আয়োজন করল গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি
নিউজডেস্ক- পড়ুয়াদের উদ্ভাবনী শক্তিতে আরও শান নিতে এক বিশেষ উদ্যোগ নিল কলকাতার জেআইএস গোষ্ঠীর গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি। প্রতিষ্ঠানর দ্য ইন্সটিটিউট’স ইনোভেশন কাউন্সিল (আইসিসি) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (এমএইচআরডি) এবং এআইসিটিই–এর সহযোগিতায় গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি আয়োজন করেছি একদিনের বিশেষ কর্মশালা। বিষয়বস্তু ছিল প্রুফ অফ কনসেপ্ট (পিওসি) এবং অটল র্যাঙ্কিং অফ ইন্সটিটিউশস ইন ইনোভেশন অফ অ্যাচিভমেন্ট (এআরাইআইএ), আইআইসি ২.০। ১৩ আগস্ট ওই কর্মশালাটি আয়োজিত হয়। দেশের উত্তর–পূর্ব–সহ বিভিন্ন অংশের শ’তিনেক প্রতিযোগী সেখানে অংশ নিয়েছিলেন। এ রাজ্যের পাশাপাশি যোগ দিয়েছিলেন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, সিকিম, ওডিশা, আসাম, ঝাড়খন্ড, মিজোরাম, ত্রিপুরা বিহার এবং ছত্তিসগড়। জেআইএস গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, ‘সব সময় আরও জানার চেষ্টাই খুলে দেয় উদ্ভাবনের পথ। সেইসঙ্গে লাগে অভিজ্ঞতা এবং মত বিনিময়। এই কনক্লেভ শুধু আমাদের প্রতিষ্ঠানের পড়ুয়াদের নয়, সমৃদ্ধ করবে সব প্রতিযোগিদের।’
