ফের প্রাক্তন এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে সিবিআই জেরার নির্দেশ

0 0
Read Time:3 Minute, 45 Second

নিউজ ডেস্ক এসকলকাতা হাইকোর্টে চাপ বাড়ছে এসএসসি কর্তা ও উপদেষ্টা কমিটির চার কর্তা। স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি মামলায় আজ ফের এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে ফের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ৩ টের মধ্যে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে তাঁকে। সার্ভে পার্ক থানার ওসিকে সিবিআই দফতরে এসএসসি কর্তার হাজিরার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি মামলায় আজ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা দেয় সিবিআই।
এছাড়াও উপদেষ্টা কমিটির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্টও জমা দিয়েছে সিবিআই। পাশাপাশি চার কর্তাকেও জেরারও নির্দেশ দিলেন।

এদিনের শুনানির শুরুকে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, “সর্বোচ্চ অথরিটি জানিয়েছেন, এসএসসি মামলায় যত জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের নিয়োগ বাতিল করতে অসুবিধা নেই। ওয়েট লিস্টে থাকবে তাদের নাম। বিচারপতি যা নির্দেশ দেবেন সেটাই মানা হবে।” সেসময় মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এখানে তো এজি নেই, সরকারি আইনজীবী সর্বোচ্চ বলতে কাকে বোঝাচ্ছেন।?”
বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, “লিখিত আকারে সেই নির্দেশ আনুন। দেখা যাক কী করা যায়। দু’বছর পরে এটা কেমন হবে, যে বেআইনি চাকরি করছেন, তাদের বের করে দিচ্ছেন?” বিচারপতির উল্লেখ্যযোগ্য মন্তব্য, ” তাদের কিছুটা স্বস্তি দিন যারা পাশ করেও দু’বছর ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে কাঁদছেন। আর গান্ধী মূর্তির নীচে বসে আছেন, বিশ্বাস করছেন তাদের কিছু হবে।” তারপরই সরকারি আইনজীবী বলেন, “কারও চোখের জল ফেলতে দেব না।”

উল্লেখ্য, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অলক কুমার সরকারকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি শূন্যপদ নির্ধারণের দ্বায়িত্বে ছিলেন। সিবিআই মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। এই দুর্নীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে আমি মনে করছি। অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে সিবিআইকে।
বাকি চার সদস্য হলেন অলক কুমার সরকার, প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়, তাপস পাঁজা, সুকান্ত আচার্য্যকে আগামী সোমবারের মধ্যে সম্পত্তির হিসাব পেশ করতে হবে।
৯৮ জনকে ডাকার জন্য সিবিআই রাজ্য পুলিশ এবং সিআরপিএফের সাহায্য নিতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!