চোরা শিকারিদের হাত থেকে রক্ষা পাচ্ছে না পক্ষীকুল

0 0
Read Time:2 Minute, 7 Second

সানন্দা বসু মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের উদয়চক এলাকায় বছরের এই মরশুমে দেখা যায় নানা পরিযায়ী পাখি। চোরা শিকারিদের হাত থেকে রক্ষা পাচ্ছে না পক্ষীকুল। অবশেষে শুক্রবার রুখে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারাই।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বছরের বেশিরভাগ সময়েই চোরা শিকারিদের দৌরাত্ম্য জারি থাকে এলাকায়। একাধিকবার বনদফতরের নজরে এনেও মেলেনি কোনও সুফল। দাসপুর, সুলতাননগর বিট হাউসের বনকর্মীদের দাবি, এভাবে শিকার রুখতে বার বার সচেতনতা প্রচার চালানো হয় বনদফতরের তরফ থেকে। তবে এখনও যে সচেতনতা গড়ে তোলা সম্ভব হয়নি সেই বিষয়টিও কার্যত মেনে নিচ্ছেন বন বিভাগের কর্মীরা।

অন্যদিকে বন্যপ্রাণ হত্যা রুখতে জেলার বিভিন্ন প্রান্তে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে বনদফতরের তরফে। মেদিনীপুর, খড়্গপুর, রূপনারায়ণ তিন ডিভিশানের তরফেই মাইকিংয়ের মাধ্যমে চালানো হচ্ছে প্রচার। বন্যপ্রাণ হত্যার ঘটনায় কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে

এই বিষয়ে বন্যপ্রাণ রিকভারি দলের সদস্য মলয় ঘোষ জানান, “মানুষের মধ্যে পাখি শিকারের প্রবোণতা আজও একই রয়ে গিয়েছে। আজকে দেখলাম যে এক জায়গায় মানুষ উৎসাহিত হয়ে বক শিকার করছে। আমরা আসতেই ওরা ছুটে পালিয়ে গেল। যদিও, এটা আমাদের শিডিউলের মধ্যে না পড়লেও অপরাধের মধ্যেই পড়ছে। যে কোনও বন্যপ্রাণী শিকার করা দণ্ডনীয় অপরাধ।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!