ফুটন্ত রসগোল্লার গরম রসে পড়ে মৃত্যু শিশুর

0 0
Read Time:2 Minute, 7 Second

নিউজ ডেস্ক মুন্ডন উত্‍সব মূলত ভারতের ঐতিহ্যবাহী একটি রীতি। যেখানে শিশুদের মাথা ন্যাড়া করে সেই চুল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয়। আজও ভারতের বহু অঞ্চলে এই উত্‍সবের প্রচলন রয়েছে। ৮ বছরের এক শিশু খেলতে খেলতে রসগোল্লার গরম রসে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আমরোহার ঢাকে ওয়ালি গ্রামের । যেখানে একটি পরিবারের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হয়।ওই দিন মুন্ডন উত্‍সব ছিল তারই কাকার ছেলের। সেই উপলক্ষে বাড়িতে প্রচুর অতিথি উপস্থিত ছিলেন এবং ভোজের আয়োজন হয়েছিল। ওই বাড়ির একটি ঘরে রসগোল্লা বানানো হয়েছিল । তারপর সেই ঘরে কেউ ছিলেন না। শিশুটি খেলতে খেলতে হঠাত্‍ ওই ঘরে ঢুকে পড়ে এবং ঘরে ঢুকেই গরম রসের মধ্যে পড়ে যায়। এই গ্রামের মহেশ সিং-এর বাড়িতে মুণ্ডন অনুষ্ঠান পালিত হচ্ছিল। বাড়ির অন্যান্য সদস্যরা নিজেদের কাজে অত্যন্ত ব্যস্ত ছিলেন। বাড়ির কোনো সদস্যের মনোযোগ ওই শিশুটির দিকে যায়নি।

৮ বছরের এই শিশুটি তৃতীয় শ্রেণিতে পড়ত। সে খেলতে খেলতে ওই মিষ্টি বানানোর ঘরে গিয়ে গরম রসের মধ্যে পড়ে যায় তারপর তার চিত্‍কার শুনে বাড়ির সদস্যরা ওই ঘরে ঢুকে শিশুটিকে ওই অবস্থায় দেখে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছিলেন। কিন্তু শিশুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে বাঁচানোর সময় ছিল না , ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!