সিপিএমের ভোট কমে মাত্র ৫ শতাংশ কিন্তু ওদের পুজো বুকস্টলে দেদার ভিড়

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্ক::বিশেষজ্ঞরা বলেন,বামপন্থী রাজনীতি একটা আদর্শের রাজনীতি। সেখানে মানুষ একসময় ৩৪ বছর শাসন করে আবার ভোট কমতে কমতে ৫ শতাংশে এসে দাঁড়ায়।কিন্তু আশ্চর্যের বিষয় পুজোতে দেওয়া সিপিএমের বুকস্টলগুলোতে বিপুল বই বিক্রি হচ্ছে।শিক্ষিত পাঠকের একটা অংশ বামপন্থী আদর্শের প্রতি মোহগ্রস্থ।এ বছর গত বছর থেকে কিছু স্টল বেশি হচ্ছে।গত বছরের পরিসংখ্যানে দেখা গেছে।


গোটা রাজ্য জুড়ে গত বছর শারদীয়া উপলক্ষ্যে প্রায় ১২০০ স্টল দিয়েছে বামেরা। কলকাতা শহরে রয়েছে ৩৫০ স্টল। কলকাতা পুরসভা এলাকায় রয়েছে ১০৯টি এমন স্টল। CPIM ছাড়াও শারদীয়ার সময় CPI(ML) লিবারেশন, SUCI-ও এই ধরণের মার্কসীয় সাহিত্যের বুকস্টল দেয়। বামেদের এই সংস্কৃতি আজকের নয়। শুরুটা হয়েছিল ১৯৫৫ সাল থেকে। ক্ষমতায় থাকাকালীনও উৎসবের এই কয়েকটা দিন সমস্ত পুজো মণ্ডপের বাইরে বসত মার্কসীয় সাহিত্যের স্টল।এখন মার্ক্সবাদী সাহিত্যের সঙ্গে থাকছে যেকোনো প্রগতিশীল সাহিত্যের বই।রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র,মানিক বন্দ্যোপাধ্যায়ের বই।বই বিক্রির নিরিখে সবসময় উত্তর ২৪ পরগনা প্রথম থাকে।


এ বছর কোলকাতা ও পার্শবর্তী জেলাগুলোতে অনেক বুক স্টল বিমান বসু,সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী,শতরূপ ঘোষ উদ্বোধন করেন।
তবে কোথাও পুলিশ আবার কোথাও দুষ্কৃতীরা বুকস্টল ভেঙে দিচ্ছে।এ বছর বুকস্টলের প্রধান পোস্টের “আমরা বই বিক্রি করি, চাকরি বিক্রি করে না।” ষষ্ঠীর রাতে ঘুরে এমন বহু স্টলে বেশ উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!