রাজ্যপালকে ‘জেড প্লাস’ নিরাপত্তা দিল কেন্দ্র

0 0
Read Time:5 Minute, 17 Second

নিউজ ডেস্কঃ জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল পদ থেকে উন্নীত হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি পদে। তাঁর জায়গায় বাংলার রাজ্যপাল হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন সিভি আনন্দ বোস। এবার তিনি পাচ্ছেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের পশ্চিমবঙ্গের রাজ্যপালকে এই নিরাপত্তা প্রদান করেছে।

গোয়েন্দা সংস্থাগুলির তাঁদের মূল্যায়নের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করার প্রস্তাব করেছিল। গোয়েন্দা সংস্থাগুলির সেই প্রস্তাব মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই প্রস্তাপ পাওয়ার আর কালবিলম্ব করেনি বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিরাপত্তা প্রদান করতে।

এবার থেকে বাংলার রাজ্যপালকে নিরাপত্তা দেবে কেন্দ্রের রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের কম্যান্ডোরা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সিভি আনন্দ বোসকে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত কমিটির সদস্য করা হয়েছিল। সেই কারণে তাঁকে নিরাপত্তা প্রদান করা হল কালবিলম্ব না করে।

এর আগে জগদীপ ধনখড়কেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদান করা হয়েছিল। তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সিভি আনন্দ বোসকেও সেই একই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের তরফে এই নিরাপত্তা প্রদান রাজ্যের প্রতি একপ্রকার অনাস্থাও।

সাধারণত একজন রাজ্যপালকে রাজ্যের তরফেই নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু এখন তাঁকে কেন্দ্র নিরাপত্তা দিচ্ছে। এটা রাজ্যের প্রতি অনাস্থা। রাজ্যের দাবি, রাজ্যপালকে নিরাপত্তা দেওয়া রাজ্যের কাজ। কিন্তু কেন্দ্র রাজ্যকে না জানিয়েই রাজ্যপালের নিরাপত্তা প্রদান করছে। রাজ্যপালকে নিজেদের কাজে ব্যবহারের জন্যই যে কেন্দ্র এসব করছে, তা বুঝতে আর কারও বাকি থাকছে না।

ফলে ফের একবার কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছে। এর আগে জগদীপ ধনখড়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়েও রাজ্য-কেন্দ্রের সংঘাত সামনে এসেছিল। তখনও রাজ্যের তরফে প্রতিবাদ করা হয়েছিল। এমনকী কেন্দ্রকে চিঠি দেওয়াও হয়েছিল। কেন রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যপালের নিরাপত্তা কেন্দ্রের তরফে ধার্য করা হল, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

এখানে উল্লেখ্য, রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় দায়িত্বে আসার পর থেকেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিতর্ক বেধেছিল। কিন্তু এক্ষেত্রে সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের সখ্যতা রয়েছে এখনও পর্যন্ত। তিনি রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্বে অবিচল রয়েছেন। রাজ্যের সঙ্গে এখনও কোনও বিষয়ে তাঁকে সংঘাতে জড়াতে দেখা যায়নি।

এদিকে এখন তিনি যে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন, সে ব্যাপারে একটু জানিয়ে রাখা দরকার- ভারতে নিরাপত্তা বিভাগকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়। সেগুলি হল- এক্স, ওয়াই, জেড, জেড প্লাস ও এসপিজি। এই ধরনের নিরাপত্তা ভিআইপি এবং ভিভিআইপি, ক্রীড়াবিদ, বিনোদনকারী, এবং অন্যান্য উচ্চ প্রোফাইল বা রাজনৈতিক ব্যক্তিদের জন্য উপলব্ধ। জেড প্লাস কেন্দ্রীয় প্রতিরক্ষামূলক নিরাপত্তা প্রদানের সর্বোচ্চ বিভাগ। একটি জেড ক্যাটাগরির সুরক্ষাকারীকে সাধারণত ৩৫ থেকে ৪০ কম্যান্ডে থাকে। তাদের রোটেশন অনুযায়ী ব্যবহার করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!