নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

0 0
Read Time:3 Minute, 55 Second

নিউজ ডেস্ক::নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমন করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর সেই নির্বাচনের আগে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি নিয়ে একের পর এক জেলাতে ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই মতো আজ সোমবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘিতে সভা করেন তিনি। আর সেই সভা থেকেই নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ও কোনদিনই তৃণমূল লোক ছিল না। তবে ও তৃণমূলের লক্ষ্মী বলে কটাক্ষ অভিষেকের। শুধু তাই নয়, ও বিজেপিতে যতদিন থাকবে বিজেপি ততই মায়ের ভোগে যাবে বলেও দাবি তাঁর।

সভা থেকে বিজেপিকে আক্রমণ করে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, বিজেপিতে শনির দশা চলছিল। ও বিজেপিতে যাবার পর রাহু,কেতু সংযোজিত হয়েছে বলে তোপ। বলে রাখা প্রয়োজন, এদিন সভা থেকে প্রথমে কোনও মন্তব্যই করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেমে যাওয়ার সময়ে উপস্থিত নেতা-কর্মীরা শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছু বলার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেন। 
বলে রাখা প্রয়োজন, এদিন সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। জন সংযোগ কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি দলিয় কর্মসূচিতে পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। আর সেখানে রাজ্যের আইন্যশৃঙ্খলা নিয়ে আশঙ্কা প্রকাশ করে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন তিনি। এমনকি সেই চিঠি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন শুভেন্দু অধিকারী।

আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন কটাক্ষ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, রবিবার চোপড়ার জনসভা থেকে তিনি বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো! তাঁর দাবি, আগামী ২০২৬-র বিধানসভা নির্বাচনে ২৪০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার কাণ্ড একের পর এক কাণ্ডে যখন শাসক দলের নেতা মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এই টার্গেট দলীয় কর্মীকের কাছে ভোকাল টনিক হিসেবে কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি বাংলাতে দাঁড়িয়ে লোকসভায় ৩৪ টি আসন পাওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। এর পালটা হিসাবেই এহেন মন্তব্য অভিষেকের! মত রাজনৈতিকমহলের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!