পরিবারের সামনে কেকেআরকে জিতিয়ে শাস্তি নীতীশের

0 0
Read Time:4 Minute, 16 Second

নিউজ ডেস্ক::আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে। এর ফলে প্লে-অফের লড়াই এখন জমজমাট। পাঁচটি দল দাঁড়িয়ে রয়েছে ১০ পয়েন্টে। গুজরাত টাইটান্স শেষ চার নিশ্চিত করে ফেলেছে। চেন্নাই সুপার কিংসও এগিয়ে।

তবে বাকি দুটি দলের মধ্যে কারা পাবে প্লে-অফের টিকিট তা উপভোগ্য পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবার আইপিএলের আরেকটা বিশেষত্ব হলো, হোম গ্রাউন্ডেও কোনও দলই নিরাপদ নয়। কেকেআর অবশ্য গতকাল হোম গ্রাউন্ডে জিতে পাঁচে চলে এসেছে। বৃহস্পতিবার ইডেনে রাজস্থান ম্যাচ নাইটদের।

পাঞ্জাব ম্যাচে কেকেআর স্পিনারদের দিয়েই বেশি বল করিয়েছে। তবুও নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম ছিল। ফলে তিরিশ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডারকে রাখতে হয়। স্লো ওভার রেটের ফাঁদে জড়ানোয় শাস্তি হয়েছে নাইট অধিনায়ক নীতীশ রানার। তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে। গতকাল ইডেনে ছিল তাঁর পরিবারও।

রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের কাছে সব ম্যাচ ডু অর ডাই। দুই দলেরই ১১ ম্যাচে ১০ পয়েন্ট। রাজস্থান (০.৩৮৮) নেট রান রেটে এগিয়ে কেকেআরের (-০.০৭৯) চেয়ে। প্লে-অফে যেতে গতবারের মতো এবারও ১৬ পয়েন্ট ম্যাজিক ফিগার হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ইডেন ম্যাচের ফলাফল রাজস্থান বা কলকাতাকে ছিটকে দেবে।

পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ০.৯৫১। চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে, নেট রান রেট ০.৪০৯। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিনে, নেট রান রেট ০.২৯৪। রাজস্থান ও কলকাতা ছাড়াও ১০ পয়েন্টে রয়েছে আরসিবি, পাঞ্জাব ও মুম্বই।
আরসিবি ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে, নেট রান রেট (-০.২০৯)। পাঞ্জাব কিংস ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে, শিখর ধাওয়ানের দলের নেট রান রেট -০.৪৪১। পাঞ্জাবের কাছেও সব ম্যাচ ডুর ডাই। মুম্বই ইন্ডিয়ান্স ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে, নেট রান রেট -০.৪৫৪। ১০ ম্যাচে ৮ পয়েন্ট করে রয়েছে সানরাইজার্স ও দিল্লি ক্যাপিটালসের।

আজ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। যারা জিতবে তারা পৌঁছে যাবে ১২ পয়েন্টে। দখল করবে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান। বিরাটরা আজ দ্বাদশ ম্যাচ খেলবেন। ফলে হারলেই কার্যত বিদায়। কার্যত এ কারণেই বলা হচ্ছে যদি না ১৪ পয়েন্ট প্লে-অফে যাওয়ার জন্য শেষ অবধি যথেষ্ট হয়।

মুম্বই ইন্ডিয়ান্স আজ আরসিবির মুখোমুখি হওয়ার আগে ধাক্কা খেল। ছিটকে গেলেন জোফ্রা আর্চার। দলে এলেন ক্রিস জর্ডন। তিনি আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছিলেন। তবে কার পরিবর্ত হিসেবে তিনি দলে এলেন তা আজ জানানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!