বিশ বাঁও জলে কুস্তি ফেডারেশনের নির্বাচন

0 0
Read Time:4 Minute, 14 Second

নিউজ ডেস্ক : ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে ফের জটিলতা। আগামী ১১ জুলাই নির্বাচনের উপর স্থগিতাদেশ দিল গুয়হাটি হাইকোর্ট। ভোটাধিকারের দাবি নিয়ে আদালতের আবেদন জানিয়েছিল অসম কুস্তি সংস্থা। তারই পরিপ্রেক্ষিতে রবিবার নির্বাচনের উপর স্থগিতাদেশ দিল আদালত। ফলে বিশ বাঁও জলে ১১ জুলাইয়ের নির্বাচন।

জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই দেশের অন্তত পাঁচটি রাজ্য কুস্তি সংস্থার। এই পরিপ্রেক্ষিতেই গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি অ্যাসোসিয়েশন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভোটাভুটিতে অংশ নেওয়ার স্বীকৃতি চাওয়া হচ্ছে ফেডারেশনের কাছে। এ নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি।

নিজেদেরভোটের স্বীকৃতি দাবি করেই তাই ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে অসমের কুস্তি সংস্থা। আর তারই শুনানিতে রবিবার গুয়াহাটি হাইকোর্ট অন্তবর্তীকালীন নির্দেশ দিয়েছে, এই মামলা বিচারাধীন। তাই নির্ধারিত দিনে অর্থাত্ ১১ জুলাই নির্বাচনের আয়োজন করতে পারবে না ফেডারেশন।
২০২২ সালে নিয়মভঙ্গের অভিযোগে পাঁচ রাজ্যকে বহিষ্কার করে আইওএ। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান। ফলে ফেডারেশেনর নির্বাচনে এই রাজ্যগুলির অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সম্প্রতি এই পাঁচ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে আইওএ। কিন্তু তাতেও কোনও রফাসূত্র বেরোয়নি।

এরআগে ৪ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় তা পিছিয়ে ১১ জুলাই করা হয়। নির্বাচনের যাবতীয় কাজের বিষয়-সহ সমস্ত সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশ মিত্তাল আলোচনা করবেন কুস্তি ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে। সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধক্ষ্য, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হবে।

জুলাই কুস্তি ফেডারেশনের বিশেষ সাধারণ সভা তথা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি হয়েছে নির্বাচনের। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠিত না হলে বিশ্ব কুস্তি সংস্থার শাস্তির মুখেও পড়তে পারে ভারত।

ইতিমধ্যেই পাতিয়ালা হাউস কোর্টে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১০৮২ পাতার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। ভারতীয় দ্বন্ডবিধির ৩৫৪, ৩৫৪এ,৩৫৪ডি ১০৯ এবং ৫০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। আগামী ৪ জুলাই কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। বিতর্কের কেন্দ্রে থাকা ব্রিজ ভূষণ শরণ সিং এই নির্বাচনে লড়বেন কিনা তা এখনও চূড়ান্ত নয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!