সানরাইজার্স হায়দরাবাদের রুদ্ধশ্বাস জয়

0 0
Read Time:3 Minute, 34 Second

নিউজ ডেস্ক ::আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সরা জিতলেন ২ রানে।

জয়ের জন্য পাঞ্জাব কিংসের সামনে ১৮৩ রানের টার্গেট দিয়েছিল সানরাইজার্স। টপ অর্ডারের ব্যর্থতা, সেই সঙ্গে হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং পাঞ্জাবকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। নীতীশ কুমার রেড্ডি চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৭ বলে সর্বাধিক ৬৪ রান করেন। আবদুল সামাদ ১২ বলে ২৫ ও শাহবাজ আহমেদ ৭ বলে অপরাজিত ১৪ রান করেন।

ট্রাভিস হেড ২১, অভিষেক শর্মা ১৬, এইডেন মার্করাম ০, রাহুল ত্রিপাঠী ১১, হেইনরিখ ক্লাসেন ৯, প্যাট কামিন্স ৩, ভুবনেশ্বর কুমার ৬ রান করেন। শেষ বলে নেমে ছয় মেরে অপরাজিত থাকেন জয়দেব উনাদকাট। ৪ ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নেন অর্শদীপ সিং। স্যাম কারান ও হর্ষল প্যাটেল ২টি করে উইকেট দখল করেন। কাগিসো রাবাডা নেন ১ উইকেট।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাঞ্জাব কিংস। যেটুকু লড়াই করার তা করলেন শশাঙ্ক সিং আশুতোষ শর্মা। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ২৯ রান। জয়দেব উনাদকাট দিলেন ২৬ রান। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানেই থামল পাঞ্জাব কিংস।
শশাঙ্ক সিং ২৫ বলে ৪৬ ও আশুতোষ শর্মা ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকলেন। শিখর ধাওয়ান ১৬ বলে ১৪ রান করে আউট হন। জনি বেয়ারস্টো ০ রানে আউট হন। প্রভসিমরণ সিং ৪, স্যাম কারান ২৯, সিকান্দর রাজা ২৮ ও জিতেশ শর্মা ১৯ রান করেন। পাঞ্জাব হারলেও শশাঙ্ক ও আশুতোষের ব্যাটিং তাদের বড় পাওনা।

ভুবনেশ্বর কুমার ২টি এবং প্যাট কামিন্স, টি নটরাজন, নীতীশ কুমার রেড্ডি ও জয়দেব উনাদকাট একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট হলো সানরাইজার্সের। কিন্তু প্যাট কামিন্সের দল রইল পঞ্চম স্থানেই।

ক্লোজ ম্যাচ হওয়ায় নেট রান রেটে সানরাইজার্স (০.৩৪৪) টেক্কা দিতে পারল না চেন্নাই সুপার কিংসকে (০.৬৬৬)। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানেই দাঁড়িয়ে পাঞ্জাব কিংস (নেট রান রেট -০.১৯৬)।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!