পাঞ্জাব-রাজস্থান দ্বৈরথে থাবা বসাবে বৃষ্টি?

0 0
Read Time:4 Minute, 12 Second

নিউজ ডেস্ক ::আইপিএলের শনিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংস খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পাঞ্জাব কিংস রয়েছে আটে।

চলতি আইপিএলে মুল্লানপুরে নতুন স্টেডিয়ামে পিচের যা চরিত্র তাতে এই ম্যাচে পেসাররা ফারাক গড়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

এখনও অবধি এই স্টেডিয়ামে ২টি ম্যাচে ৩০টি উইকেট পড়েছে। তার মধ্যে ২৭টি নিয়েছেন বোলাররা, তিনটি রান আউট। এই ২৭টির মধ্যে ২৩টিই গিয়েছে পেসারদের ঝুলিতে। পিচে বাউন্স ও ক্যারি থাকতে পারে শনিবারের ম্যাচেও। আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা ৯০ শতাংশ। বৃষ্টিও হতে পারে।

আইপিএলে দুই দলের দ্বৈরথ হয়েছে ২৬টি। তার মধ্যে রাজস্থান রয়্যালসের জয় এসেছে ১৫টি ম্যাচে, ১১টিতে জিতেছে পাঞ্জাব কিংস। মোহালিতে পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচ হয়েছে সাতটি। যার মধ্যে পাঞ্জাব জিতেছে চারটিতে, তিনটিতে রাজস্থান।
দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে তিনটি ম্যাচে রাজস্থান রয়্যালস জিতেছে, পাঞ্জাব জিতেছে ২টি। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস ৫ রানে জয়লাভ করেছিল। ফিরতি সাক্ষাতে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান রয়্যালস।

লিয়াম লিভিংস্টোন শুক্রবার নেটে ব্যাটিং করেছেন। তবে তাঁর খেলার বিষয়ে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাঞ্জাব কিংসের ফাস্ট বোলিং কোচ চার্ল ল্যাঙ্গভেল্ট। লিভিংস্টোন দলে এলে সিকান্দর রাজা বাদ পড়তে পারেন। ইমপ্যাক্ট সাব হিসেবে অর্শদীপ সিংয়ের অদলবদল হতে পারে প্রভসিমরণ সিং বা আশুতোষ শর্মার সঙ্গে।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের পেসার নান্দ্রে বার্গার চোট পেয়েছেন। ট্রেন্ট বোল্ট ২ ওভার বল করেছেন, ডেথ ওভারে করেননি। তাঁর ফিটনেস নিয়ে জল্পনা রয়েছে। সন্দীর শর্মা অনুশীলন করলেও তাঁকে খেলানোর বিষয়টি স্পষ্ট নয়।
কুলদীপ সেনকে খেলানো হতে পারে। নান্দ্রে বার্গার যদি খেলার মতো অবস্থায় থাকেন, তাহলে তিনিই একাদশে থাকবেন। ইমপ্যাক্ট সাব হিসেবে বোলারের সঙ্গে অদলবদল হতে পারে যশস্বী জয়সওয়ালের।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, নান্দ্রে বার্গার, যুজবেন্দ্র চাহাল। বোলিংয়ের সময় কুলদীপ সেন।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, সিকান্দর রাজা, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা। বোলিংয়ের সময় নামবেন অর্শদীপ সিং।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!