হুগলীর গুরাপে বিজেপি কর্মীকে গুলি, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির
নিজস্ব প্রতিনিধি- দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হুগলির গুরাপের এক বিজেপি কর্মী। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার সকাল থেকে হুগলির গুরাপ থানার অন্তর্গত ভাস্তারা বাজারে চুঁচুড়া থেকে তারকেশ্বর যাবার রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।আহত কর্মীর নাম রাকেশ ক্ষেত্রপাল। বাড়ি গুরাপের ভাস্তারা অঞ্চলের কুলবাড়ুই গ্ৰামে। জানা গেছে শুক্রবার রাতে তিনি শৌচকর্মের জন্য মাঠে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কয়েকজন অজ্ঞাতপরিচয় লোকজনকে দেখে সন্দেহ হওয়ায় তাদের পরিচয় জানতে চান। অভিযোগ সেই সময় দু’পক্ষের মধ্যে বচসা বেধে গেলে হঠাৎ করেই একজন ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে কলকাতার পিজিতে ভর্তি করা হয়।