বঞ্চনার প্রতিবাদে পথে নামার হুমকি করনিকদের
নিজস্ব প্রতিনিধি- যাদের কর্মতৎপরতায় কন্যাশ্রী আজ বিশ্বশ্রী সম্মান পেয়েছে আজ তারাই বঞ্চিত। সোমবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন ওয়েস্ট বেঙ্গল স্কুল এন্ড মাদ্রাসা ক্লার্কস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তন্ময় সরকার। তাদের আন্দোলনে প্রশাসন বারংবার বাধা দিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। তিনি বলেন প্রশাসনের বাধাকে অতিক্রম করে নিয়ম ভেঙে আমরা আন্দোলন করছি না এটা আমাদের দুর্বলতা ভাবলে ভুল হবে। প্রয়োজনে রাস্তায় নেমে এর যোগ্য জবাব দেব।
তন্ময়বাবুর অভিযোগ, সরকার করনিকের পদমর্যাদা রেখে দিয়েছে মাধ্যমিক। কিন্তু তাদের যেসব কাজ করতে হয় তা মাধ্যমিক যোগ্যতায় সম্ভব নয়। তিনি বলেন স্বাধীনতার পর থেকে স্কুল ও মাদ্রাসার সকল পদের যুগোপযোগী আপগ্রেডেশন হয়েছে। শুধুমাত্র এই করণিক পদের কোন যুগোপযোগী ও কাজের বর্তমান মানের ভিত্তিতে উন্নতি ঘটানো হয়নি। এমনকি পদন্নোতিরও কোনো সুযোগ রাখা হয়নি। সংগঠনের পক্ষ থেকে এদিন দাবি জানানো হয় স্কুল ও মাদ্রাসার করণিক পদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক করতে হবে এবং পদটিকে উচ্চমাধ্যমিক ও কম্পিউটার প্রশিক্ষিত বিবেচনা করে বেতন ক্রমের পুনঃবিন্যাস করতে হবে।