আর্সেনিকমুক্ত পানীয় জলের সমস্যায় মালদার বেশ কিছু গ্রাম

0 0
Read Time:2 Minute, 55 Second

মালদা, ১০ মে : লকডাউনের মধ্যে আর্সেনিকমুক্ত পানীয় জলের প্রবল সমস্যায় পড়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বাংরুয়া, রারিয়াল, ভবানীপুর ও বনসারিয়া গ্রামের কয়েক হাজার মানুষকে৷ রমজান মাসে পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না তারা৷ বাধ্য হয়ে নলকূপ ও পুকুরের জল পান করতে হচ্ছে তাদের৷ এতে আন্ত্রিক সহ বিভিন্ন ধরনের পেটের রোগ ছড়াচ্ছে এলাকায়৷ তাদের অভিযোগ, সমস্যা সমাধানে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আর্জি জানিয়েছে৷ কাজ হয়নি৷ তাই শেষ পর্যন্ত তারা সংবাদমাধ্যমের দারস্থ হয়েছে৷
এলাকার বাসিন্দারা বলেন, বহুদিন ধরে এই সমস্যা চলছে৷ প্রায় চার মাস ধরে এই এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না৷ বাধ্য হয়ে সবাই পুকুর ও নলকূপের জল পান করছে৷ ওই দূষিত জল পান করে আমাদের আন্ত্রিক সহ বিভিন্ন ধরনের পেটের অসুখের মুখোমুখি হতে হচ্ছে৷ গোটা বিষয়টি গ্রামবাসীরা পিএইচই দপ্তরে জানিয়েছে৷ কিন্তু কোনও সুরাহা হয়নি৷ চারটি গ্রামের কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় জর্জরিত৷ শোনা যাচ্ছে, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে পাইপলাইন নষ্ট হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে৷ কবে সমস্যা মিটবে কেউ জানে না৷
এলাকার বাসিন্দা, হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি মহম্মদ রুহুল আমিন বলেন, এই চারটি গ্রামে তুলসিহাটা পিএইচই থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হত৷ কিন্তু পাইপলাইনের সমস্যার কারণে গত চার মাস ধরে এই এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে৷ আমি মহকুমাশাসক ও বিডিওকে বিষয়টি জানিয়েছি৷ তাঁরা এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন৷ তাঁরা আশ্বাস দিয়েছিলেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে৷ কিন্তু এখন লকডাউন চলছে৷ এর মধ্যে প্রশাসনের কাছে কোনও দাবি জানানো যাচ্ছে না৷ তবে সবাই আশাবাদী, পিএইচই দপ্তর যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করবে৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!