দেশে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস

0 0
Read Time:4 Minute, 23 Second

নিউজ ডেস্ক: বর্তমানে আমাদের দেশে একটি নতুন ধরনের রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। একদিকে সারা দেশে করোনার মতো মারণ ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাস নামে একটি রোগ নতুন করে উঠে দাঁড়িয়েছে।

এবার প্রশ্ন আসতেই পারে ব্ল্যাক ফাঙ্গাস কি?

ব্ল্যাক ফাঙ্গাস হল এক ধরনের ফাংগাল ইনফেকশন। এই রোগটি প্রধানত মনুষ্য সৃষ্টি নয়। এটি প্রকৃতির সৃষ্টি। এটি মাটির সঙ্গে মিশে থাকে এবং সেটি এতটাই হালকা হয় যে মাটি থেকে উঠে সেটা আপনি বাতাসের সঙ্গে মিশে যায়।

সেটি মানুষের শরীরে প্রবেশ করে কি করে?

এই ধরনের প্রশ্ন উঠে আসলে বলা যেতে পারে যে মানুষ যেভাবে শ্বাস গ্রহণ করে সেই শ্বাস গ্রহণের সময় মানুষের শরীরে এই ব্ল্যাক ফাঙ্গাস ঢোকে এবং মানুষের শরীরকে ইনফ্যাক্ট করে। আমাদের দেশে করোনাভাইরাস ছাড়াও এই রোগটি বর্তমানে বহুল পরিমাণে বাড়ছে এবং আমাদের দেশের বহু মানুষ বর্তমানে এই রোগ দ্বারা আক্রান্ত। এবং বহু মানুষের মৃত্যু হচ্ছে এই ব্লাক ফাঙ্গাস এর জন্য। এটি প্রধানত বাতাসে এবং ধুলোর মধ্যে মিশে থাকে। যা মানুষের শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে।

করোনা আবহে নতুন আতঙ্ক বাড়াচ্ছে এই মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে এবার মহামারী হিসেবে ঘোষণা করল তেলঙ্গানা সরকার। ১৮৯৭ সালের মহামারী আইন অনুযায়ী, মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। তেলেঙ্গানার রাজ্য সরকার সাফ জানিয়েছে, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে কেন্দ্রীয় সরকার এবং আইসিএমআর-এর গাইডলাইন মেনে চিকিৎসা করতে হবে। অন্যদিকে গতকাল অর্থাৎ বুধবার রাজস্থানের রাজ্য সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছেন। রাজস্থানের সাওয়াই ম্যান সিং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০০ জন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত রোগী ভর্তি হয়েছেন। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ১৫০০ পার করেছে। এমনকি মারা গিয়েছে এখনো পর্যন্ত ৯০ জন। করোনার মতোই আশঙ্কা বাড়াচ্ছে এই রোগটিও।

ইতিমধ্যেই বাংলাতেও বেশ কিছু মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবাংলা সরকারের কাছে জানানো হয়েছে যে, ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে রাজ্যে ঘোষণা যাতে করা হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ৫ জনের শরীরে পাওয়া গিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। তার মধ্যেই মৃত্যু হয়েছে একজনের। তাই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই যেন নিয়ন্ত্রিত হয়। এছাড়াও স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে যে রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যামফোটেরাইসিন বি যথেষ্ট পরিমাণে মজুদ করা আছে। তাই আশা করা যাচ্ছে যে কোন সমস্যা হবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!