Cinema:সামনে এল সৃজিতের ‘‌সাবাশ মিঠু’‌র ট্রেলার

0 0
Read Time:3 Minute, 21 Second

শাশ্বতী চ্যাটার্জি::টিজারেই ছক্কা মেরে দিয়েছিলেন বাঙালী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

এবার ‘‌সাবাশ মিঠু’‌র ট্রেলারে বাজিমাত করলেন তিনি। সোমবারই সামনে এল এই সিনেমার ট্রেলার। ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু।

‘‌রশ্মি রকেট’‌, ‘‌সুরমা’‌ ও ‘‌ষান্ড কি আঁখ’‌-এর পর আরও এক ক্রীড়া ভিত্তিক কাহিনীতে দেখা যাবে তাপলী পান্নুর অসাধারণ অভিনয়। আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় ২৩ বছরের রেকর্ড দীর্ঘ কেরিয়ারের জন্য পরিচিত মিতালি রাজ, যিনি ওডিআইতে ১০০০০ রান করে সকলকে অবাক করে দিয়েছিলেন, তাঁর ক্রিকেট জীবনের লড়াইকে তুলে ধরবেন তাপসী পান্নু। সম্প্রতি ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়া এই মিতালি রাজকে উৎসর্গ করেই এই সিনেমা তৈরি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলারের ভিডিও পোস্ট করে তাপসী লিখেছেন, ‘‌মিতালি রাজের নাম সকলেই জানেন, এবার কীভাবে তিনি কিংবদন্তী হয়ে উঠলেন তার পিছনেরর কাহিনী জানার জন্য প্রস্তুত হন। যে মহিলা পুরুষদের খেলাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং ইতিহাস তৈরি করেছেন এবং আমি খুবই সম্মানিত যে সাবাশ মিঠু আপনাদের কাছে নিয়ে আসছি ১৫ জুলাই।’

ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট, গায়ে ভারতের জার্সি চড়িয়ে মাঠে অভিনেত্রী। ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা গিয়েছে ‘মিতালি’ ওরফে তাপসীকে। মিতালি বাস্তবে কতটা রাজত্ব করেছেন মাঠে? সেই ঝলকই উঠে এসেছে সৃজিতের‌ এই সিনেমায়। ট্রেলারে দেখা গিয়েছে, ‘‌নজরিয়া বদলো, খেল বদল গয়া’‌ এই সংলাপটি দারুণভাবে হিট হয়েছে এবং তাপসীর অভিনয় যে কতটা তুখোড় তা এই ট্রেলারের ঝলকেই বোঝা গিয়েছে। তাপসী বরাবরই নিজেকে চ্যালেঞ্জিং ভূমিকায় দেখতে পছন্দ করেন আর এটাই তাঁর বিশেষত্ব। ভায়াকম ১৮ স্টুডিও প্রযোজিত ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘‌সাবাশ মিঠু’‌ সিনেমা হলে মুক্তি পাবে ১৫ জুলাই।

২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা সেরেছিল প্রযোজক সংস্থা ভায়াকম ১৮। নারী দিবসে ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এসেছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!