বড় ধাক্কা পিএসজির

0 0
Read Time:4 Minute, 3 Second

নিউজ ডেস্ক : গত দুই বছরে ইউরোপ তথা বিশ্ব ফুটবলে সব থেকে তারকা খচিত দল ছিল পিএসজি। মেসি-নেইমার-এমবাপে আক্রমণভাগের বিশ্বের সেরা তিন নক্ষত্র একসঙ্গে খেলেছেন প্যারিসের দলে। এবার কিন্ত ভাঙছে পিএসজি।

মেসিকে ছেড়ে দিয়েছে ক্লাব, ছাড়া হয়েছে সার্জিও র্যামোসকেও। অন্যদিকে নেইমারকেও তারা ছাড়তে চায় বলে শোনা যাচ্ছে। পিএসজির আকাশ থেকে খসে যাচ্ছে একের পর এক নক্ষত্র। এবার আরও বড় ধাক্কা পিএসজি সমর্থকদের জন্য। চুক্তি শেষের পরই দল ছাড়তে পারেন এমবাপেও। তাঁর সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল প্যারিসের ক্লাবের। এমবাপের কাছে সুযোগ রয়েছে সেই চুক্তির মেয়াদ ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করার।

কিন্তু পিএসজির সঙ্গে চুক্তি নবীকরণে আগ্রহী নন ফরাসি তারকা। আগামী বছর জুনে পিএসজি-র সঙ্গে এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এমনকি ফরাসি মিডিয়ার খবর অনুসারে পিএসজিও তাঁকে রিলিজ করতে প্রস্তুত।
লিগ ওয়ান চ্যাম্পিয়নদের লক্ষ্য ছিল, বিশ্বকাপজয়ী তারকাকে চুক্তি শেষে আরও একবছর রেখে দেওয়া। কিন্তু এমবাপের আগ্রহ কম থাকায় বেশি জোরাজুরি না করে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।

এরআগে একাধিকবার রিয়াল মাদ্রিদে এমবাপের যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও পিএসজি ফরোয়ার্ড জানিয়েছিলেন, ‘আগামী বছর আমি পিএসজি-তেই খেলব। আমার এখনও চুক্তি রয়েছে। আমি আমার চুক্তির প্রতি শ্রদ্ধাশীল।’ গত ২৯ মে এমবাপে টানা চারবারের জন্য ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হয়েছেন।


২৪ বছরের বিশ্বকাপ জয়ীকে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই টার্গেট করেছিল রিয়াল মাদ্রিদ। রিপোর্ট অনুযায়ী, বেশি দাম দিয়ে কেনা এমবাপেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে চায় না পিএসজি। তারা চাইছে প্লেয়ার ট্রান্সফার করতে। ক্লাব সুত্রে খবর, রিলিজ ক্লজ হিসেবে পিএসজি ১৫ কোটি ইউরো দাবি করেছে রিয়ালের থেকে।

অপর একটি সূত্রের খবর, এমবাপেকে ধরে রাখতে বিপুল অঙ্কের প্রস্তাব দিতে পারে তারা। কিন্তু সেই সম্ভবনা কম। আসলে পিএসজিতে কিছুটা মোহভঙ্গ হয়েছে এমবাপেরও।

এদিকে, নেইমারের পিএসজি ছাড়া নাকি প্রায় পাকা। ব্রাজিলিয়ান তারকার পরের গন্তব্য হতে পারে সৌদি আরবই। গত শুক্রবার আল হিলালের একটা প্রতিনিধি দল প্যারিসে নেইমারের এজেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর থেকে পিএসজিতে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ পরিকল্পনা জানার চেষ্টা করেছে।
নেইমারকে তারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সম পরিমাণ পারিশ্রমিকে দলে নেয়ার প্রস্তাব দেয়ার কথা ভাবছে।
মনে করা হচ্ছে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেতে পারেন ব্রাজিলিয়ান। করিম বেঞ্জেমাকেও এই পরিমাণ অর্থে দলে টেনেছে আল ইত্তেহাদ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!