বিশ্বকাপ শেষ ? চলুন চোখ বুলিয়ে নিই সেরার সেরা পুরস্কারের তালিকায় উঠে এল কাদের নাম ।

0 0
Read Time:2 Minute, 32 Second

নিজস্ব প্রতিবেদক রাজ পাত্র :-
গত ১৯ শে নভেম্বর ২০২৩ তারিখে,
আহমেদাবাদের নরে্ন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ এর ফাইনাল ম্যাচ, ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে নাম রাখলো পর্দায় ১৩ তম ওয়ানডে বিশ্বকাপ এর নতুন সংস্করণ।ভারত কে হার মানতে হলো অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড এঁর ফাইনাল ম্যাচে করা সেঞ্চুরির কাছে, যার ফলে টুর্নামেন্টে এনাকে সেরার সেরা বলে অবিহিত করা হয়।

এদিকে প্রায় পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ভাবে সর্বোচ্চ রানের অধিকারী হওয়ায় টুর্নামেন্টে সেরা রানার হিসাবে আখ্যা পান বিরাট কোহলি।
একনজর এ চলুন দেখে নেওয়া যাক এই বিশ্ব কুরুক্ষেত্রের শেষে কে বা কারা পেলেন নানান পুরস্কার –

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার),
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার),
ফাইনালে ম্যাচসেরা: ট্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ),
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ),
সবচেয়ে বেশি রান: কোহলি (১১ ইনিংসে ৭৬৫),


সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১),
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি),
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি),
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট),
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে),
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি),
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি),
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি),
সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!