যাত্রী নিরাপত্তা-স্বাচ্ছন্দ্য নিয়ে রেলকে একহাত মমতার

0 0
Read Time:3 Minute, 23 Second

নিউজ ডেস্কঃ সুবিধা ট্রেনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি নিয়ে বিতর্কে রেল! আর এই ইস্যুকে সামনে রেখেই রেলমন্ত্রককে একহাত নিলেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ট্রেনের ভাড়া কখনও কখনও বিমানের ভাড়ার থেকেও বেশি হয়ে যাচ্ছে বলে মন্তব্য তাঁর।

সুবিধা ট্রেনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে সেই সময় এই ইস্যুতেই টুইট করে রেলমন্ত্রককে (Indian Rail) একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি (Mamata Banerjee) লেখেন, রেল যাত্রীদের ভাড়া অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এটা খুবই দুঃখের বিষয়। এমনকি সুবিধা ট্রেনের ভাড়া কখনও কখনও বিমানের ভাড়ার চেয়েও বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবেন? টুইটে প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। পাশাপাশি যাত্রী সুরক্ষা এবং সাছন্দ্যে জোর দিতেও রেলমন্ত্রককে পরামর্শ।

এক্ষেত্রে নিজের (Mamata Banerjee) সময়ে চালু করা অ্যান্টি কলিশন ডিভাইস এবং অন্যান্য দুর্ঘটনা বিরোধী ব্যবসার কথা উল্লেখ করেন। আর তা কেন দুর্ঘটনার রোধে ব্যবহার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। কিন্ত্য ভাড়া বেড়েই চলছে। যা জনবিরোধী বলেই দাবি।

বলে রাখা প্রয়োজন, সুবিধা এক্সপ্রেসকে কেন্দ্র করে যাবতীয় বিতর্ক। দেশের দুটি রুটে চলে এই ট্রেন। জয়পুর এবং যশবন্তপুর। দুটোই প্রিমিয়াম ট্রেন। বেস ফেয়ারের থেকেও অতিরিক্ত ৩০০ টাকা গুনতে হয়। শুধু তাই নয়, টিকিটের চাহিদার সঙ্গে বাড়তে থাকে ট্রেনের ভাড়াও।
ওয়েটিং লিস্ট বলে কিছু নেই। উৎসবের মরশুমে এই ট্রেনের ভাড়া ১০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যা বিমানের ভাড়ার থেকে অনেক বেশি। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তীব্র বিতর্ক হয়। আর সেই বিষয়ে এবার টুইটে রেলমন্ত্রককে একহাত নিলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)।

যদিও এই ইস্যুতে রেলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, করমন্ডল দুর্ঘটনার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনেই রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কম বিতর্ক হয়নি। ফের একবার রেলের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!